রামুতে পরিত্যক্ত অবস্থায় ৫ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৪
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও তিনটি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যে রামুর গর্জনিয়ার বড়বিল এলাকায় বিপুল পরিমাণ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ মাটির নিচে পুঁতে রাখার খবর পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানকারী দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের কর্মকর্তা কামরুজ্জামান।