হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আজ শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আসামি আলমগীর বাদশা (৪২), ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৩), শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মাহবুব আলম (৫২), রমজান (১৯), জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), আব্বাস উদ্দিন (৩০), জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), মামুন (৩৫), মনির (৩৭) ও ইমরান হোসেন (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া, চান্দগাঁও, বায়েজিদ, কর্ণফুলী, ইপিজেড, বন্দরসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ব্যস্ততম জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ নগরের জিইসি, খুলশীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ