চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আজ শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আসামি আলমগীর বাদশা (৪২), ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৩), শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মাহবুব আলম (৫২), রমজান (১৯), জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), আব্বাস উদ্দিন (৩০), জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), মামুন (৩৫), মনির (৩৭) ও ইমরান হোসেন (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া, চান্দগাঁও, বায়েজিদ, কর্ণফুলী, ইপিজেড, বন্দরসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ব্যস্ততম জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ নগরের জিইসি, খুলশীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।