Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীক্ষার ফল দিতে দেরি, প্রধান শিক্ষককে অভিভাবকের মারধর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

পরীক্ষার ফল দিতে দেরি, প্রধান শিক্ষককে অভিভাবকের মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল প্রকাশে দেরি করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’

ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আমি হামলার বিচার চাই।’
 
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছে জানি না। আমার স্বামী এখন বাড়িতে নেই।’

বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তে করে দেখব।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি