হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল তাঁর বাড়িতে এই অভিযান চালায়। তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ সময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০টি ককটেল, ২২০টি কম্বল, ভিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউপি সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করছেন। সরকারি চাল তাঁর মাছের খামারে এবং ডাল, তেল, চিনি চেয়ারম্যানের হোটেলে ব্যবহার করেন। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারধর করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সার্জন সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ অনেকে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন