হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল তাঁর বাড়িতে এই অভিযান চালায়। তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ সময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০টি ককটেল, ২২০টি কম্বল, ভিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউপি সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করছেন। সরকারি চাল তাঁর মাছের খামারে এবং ডাল, তেল, চিনি চেয়ারম্যানের হোটেলে ব্যবহার করেন। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারধর করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সার্জন সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ অনেকে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ