বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে গ্রেপ্তার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মো. নুরুল হকের আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দুই আসামি আসেলন চেও বম (১৯) ও ভাননুন নুয়াম বমকে (২৩) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
মামলার আইও পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, থানচি থানার মামলায় ২ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি দুজনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এসআই আরও বলেন, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৬১ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।