ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খুন গুম এই সরকারের বৈশিষ্ট্য। আজকে তারা আমার গাড়িবহরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’
বিএনপির পক্ষে বলা হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনীর দাগনভূঞায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সে সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। এমনকি বিএনপি নেতাকর্মীদের শহরের দিকে আসতে বাধা দেয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে। বিএনপির অভিযোগ, প্রায় ৩০০ জন নেতাকর্মী আহত হয়েছে। ৫০০ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু সাহেবের গাড়িটি অক্ষত ছিল। তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেছনের একটি গাড়িতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’