হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে নারীর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিখোঁজের চার দিন পর কর্ণফুলী নদীসংলগ্ন একটি খাল থেকে দিলরুবা বেগম পপি (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের কালারপোল এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি স্বামীর সঙ্গে কোতোয়ালি থানার লাভলেইন এলাকায় থাকতেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্ভবত তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, দিলরুবা বেগম পপিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তাঁর পরিবারের সদস্যরা। এ জন্য তাঁরা পপির স্বামী আব্দুল আলীমকে দোষারোপ করছে।

পপির ভাই সেলিম উল্লাহ বলেন, ‘২০১০ সালে আমার বোনের সঙ্গে আবদুল আলিমের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে আলিম আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমার বোন এসব বিষয় আমাদের জানিয়েছিলেন। পরে আমরা কয়েকবার সামাজিকভাবে সেটা সমাধানের চেষ্টা করি।’

সেলিম উল্লাহ আরও বলেন, ‘গত ২৭ অক্টোবর রাতে আলিম আমাদের ফোন দিয়ে বলেন বোনকে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা বিভিন্ন জায়গায় বোনের খোঁজ করেও পাইনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে আমরা জানতে পারি, কালারপোল ব্রিজের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এরপর আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বোনের লাশ শনাক্ত করি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার