চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
পবিত্র রমজান, মে দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব অফিস খুলবে। একইদিন শাটল ট্রেনও চলাচল শুরু করবে। তবে আগামী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা শুরু হবে।
আজ শনিবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন। তিনি বলেন, পবিত্র রমজান, মে দিবস, শবে কদর ও ঈদুল ফিতরের বন্ধের পর আগামী সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অফিস খুলবে। তবে বুধবার থেকে পাঠদান ও পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও ১১ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার চালু করা হবে।