হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী) নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। তবে আজ রোববার সকালে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি ফজলুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত জিজ্ঞাসাবাদের জন্যই ওবায়দুল কাদেরের সম্বন্ধীকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। তার নামে চট্টগ্রামসহ সারা দেশে হত্যাসহ নানা অপরাধের ঘটনায় প্রায় দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন