Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত-৬

প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত-৬

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকার শাহাবুদ্দিনের ছেলে তারেক জিয়া (১৩), টেকপাড়া এলাকার মো. জুনাইদের ছেলে তৌহিদুল ইসলাম (১৪), পশ্চিম গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে শামীম (১৬), পূর্ব গোঁয়াখালী এলাকার আবুল হাসেমে ছেলে নুরুল আলম (১৪), উত্তর গোঁয়াখালী এলাকার জামালের ছেলে মো. তামিম (১৪) ও রাজাখালী ইউনিয়নের বামলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫)। 

প্রত্যক্ষদর্শী ফারুক আজাদ জানান, পেকুয়া বাজারে ওয়াপদা অফিসের পাশে একটি গ্যারেজে সিনএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ওই গ্যারেজের মালিক রুহুল আমিন ও গ্যারেজে কর্মচারীসহ ছয়জন গুরুতর আহত হয়। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ মুজিবুর রহমান বলেন, দগ্ধ ছয়জনকে সকালে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতের খোঁজখবর রাখা হচ্ছে।

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার