ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাছ শিকার করার সময় শাহাদাত হোসেন ব্যাপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাঁর ভাই তাজুল ইসলাম ব্যাপারী। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা স্লুইসগেট এলাকায় ডাকাতিয়া নদীতে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ও আহত দুজনই বাঘপুর গ্রামের মৃত শহিদ উল্লাহ ব্যাপারীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, প্রতিদিনের মতো শাহাদাত হোসেন বেপারী ও তাঁর ভাই তাজুল ইসলাম রাত ১০টা নাগাদ মাছ শিকার করতে যান ডাকাতিয়া নদীতে। এ সময় একটি মাছ চোখে পড়লে টেঁটা দিয়ে মাছটি মারতে যান। একপর্যায়ে মাছটিকে টেঁটার মাধ্যমে আঁটকে রেখে শাহাদাত হোসেন পানিতে নামেন, এ সময় তিনি পানির নিচে তলিয়ে যেতে থাকেন। ভাইকে উদ্ধার করতে তাজুল ইসলামও পানিতে নামলে তিনিও পানির নিচে তলিয়ে যেতে থাকেন। পরে তাঁদের চিৎকারে নদীতে থাকা অন্য মাছ শিকারিরা এসে শাহাদাত হোসেনকে মৃত অবস্থায় এবং তাজুল ইসলামকে আহত বস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলা যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার ও তাঁর অপর ভাই তাজুল ইসলামকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।