হোম > সারা দেশ > কুমিল্লা

দেবীদ্বারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে কিশোরীকে ধর্ষণের পর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ বিনাইপাড় গ্রামের মো. আঞ্জুমান মাঞ্জুর ছেলে। 

মামলার এজাহার সূত্র ও তদন্তকারী কর্মকর্তা এস আই মো. নাজমুল জানান, ভুক্তভোগী ওই কিশোরী সোহাগের এলাকার বাসিন্দা। গত তিন মাস আগে সোহাগের বড় বোনের সন্তান ভূমিষ্ঠ হওয়ায় ওই কিশোরীকে সোহাগের পরিবার নবজাতককে দেখাশোনা করার জন্য নিয়ে যায়। রাতে ওই কিশোরী সোহাগের বাড়িতে থাকত। সোহাগের বাড়িতে থাকাবস্থায় ওই কিশোরীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সোহাগ গত ২ জুলাই রাতে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। এতে ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গতকাল দুপুরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হয়। পরে ওই কিশোরীর মা দেবীদ্বার থানায় এসে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ওই কিশোরীর মা বলেন, সোহাগ আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়ে বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি। 

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনা জানার পর পরই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোহাগ ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০