হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে আব্দুল মতিন বতু (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় অটোরিকশা চালক ইয়াছিন (২১) গুরুতর আহত হন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ১১ নম্বর চর দুঃখীয়া ইউনিয়নের হর্নিদূর্গাপুরের তুলাতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ: মতিন বতু উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের মৃত আলিফ খাঁর ছেলে। আহত অটোরিকশা চালক ইয়াছিন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বাচ্চু জানান, এ ঘটনায় চালক ও যাত্রী দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীরা। এ সময় পথেই বৃদ্ধ আব্দুল মতিন বতু মারা যান। একই ঘটনার আহত অটোরিকশা চালক ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুর হোসাইন জানান, আহত ইয়াছিনের অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বাহার মিয়া জানান, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পারিবারিক কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

সেকশন