নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে অভিযান চালিয়ে অলি উল্লাহ (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই ব্যক্তির পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় বহন করা ৪ হাজার ইয়াবা হাসপাতালে নিয়ে বের করা হয়। গতকাল মঙ্গলবার রাতে কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর বাদিতলা বাজার থেকে তাঁকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
অলি উল্যাহ কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজর আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর বাদিতলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজার থেকে অলি উল্লাহকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তাঁর পেটের ভেতরে ইয়াবা রয়েছে। জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসকের সহযোগিতায় ৮০টি প্যাকেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।