চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়।
আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’
রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’