Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বয়সের ভারে নুইয়ে পড়েছে রামু পাবলিক লাইব্রেরি

শিপ্ত বড়ুয়া, রামু (কক্সবাজার) 

বয়সের ভারে নুইয়ে পড়েছে রামু পাবলিক লাইব্রেরি

কক্সবাজার জেলার রামু উপজেলায় ১৯৮০ সালে রামু উপজেলা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। সে সময় উপজেলার মানুষদের জ্ঞান চর্চার একমাত্র প্রতিষ্ঠান ছিল লাইব্রেরিটি। কিন্তু বর্তমানে বয়সের ভারে যেন নুইয়ে পড়েছে রামু পাবলিক লাইব্রেরি। 

প্রথমদিকে রামু থানা ছিল, ১৯৮৩ সালে এসে রামু থানাকে রামু উপজেলা করা হয়। উপজেলা গঠনের আগে প্রতিষ্ঠা হয়েছিল রামু পাবলিক লাইব্রেরিটি। প্রায় চল্লিশ বছরেরও পুরোনো ঐতিহাসিক এই লাইব্রেরিটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে। বিগত তিন বছর ধরে এটি বন্ধ। 

একসময় এখানে রামু উপজেলার সর্বস্তরের পাঠকের সরব উপস্থিতি থাকলেও এখন কেউ চাইলেও এখানে আসতে পারেন না। 

গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারের সামনে অবস্থিত এই পাবলিক লাইব্রেরিতে সরেজমিনে দেখা যায়, লাইব্রেরিতে তালা ঝুলছে। লাইব্রেরির সামনে পরিত্যক্ত একটি গাড়ি ফেলে রাখা হয়েছে। 

কেন বন্ধ হয়ে গেছে রামুর ঐতিহাসিক এবং জ্ঞান আহরণের একমাত্র এই পাবলিক লাইব্রেরিটি এমন প্রশ্নের জবাবে রামু কলেজের প্রভাষক মুজিবুল হক বলেন, ‘এমন প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এবং ভারী। তবুও বলতে হয় বন্ধ হওয়ার মূল কারণ সঠিক পৃষ্ঠপোষকতার অভাব। একসময় লাইব্রেরির সঙ্গে লাগানো দুটি দোকানের ভাড়া নিয়ে আমরা লাইব্রেরির বিবিধ খরচ মেটাতাম এবং এখানে যে লাইব্রেরিয়ান ছিল তার বেতন দিতাম। অনেক আগে থেকে তা আমরা আর পাচ্ছি না।’ 

লাইব্রেরির সামনে পরিত্যক্ত একটি গাড়ি ফেলে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকারামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাবলিক লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়া খুবই কষ্টের। অতি শিগগিরই সংগঠকদের সঙ্গে নিয়ে এই লাইব্রেরিটি চালু করার উদ্যোগ নেওয়া হবে। 

রামু পাবলিক লাইব্রেরির আরেক সংগঠক ও হাজী এম. এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং রামুর সুশীল সমাজ একটু সুদৃষ্টি দিলেই আবারও প্রাণ ফিরে পাবে এই পাবলিক লাইব্রেরিটি। আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ চোখের সামনে ধ্বংস হতে দেওয়া যায় না। আমি উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ করব এই লাইব্রেরি যেন চালু করা হয়।’ 

অর্পিতা শর্মা রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি দেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যখন দশম শ্রেণিতে পড়তাম প্রতিদিন বিকেল বেলা একবার রামু উপজেলা পাবলিক লাইব্রেরিতে যেতাম। বই ধার নেওয়ার সুযোগ ছিল। সময়ের পালাক্রমে চোখের সামনে এই লাইব্রেরিটি বন্ধ হয়ে গেল। এমন সচল লাইব্রেরির বন্ধ চেহারা দেখতে খুব কষ্ট লাগে।’ 

রামুর বিশিষ্টজন ও সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গের প্রাণের দাবি আবারও সচল হোক রামু উপজেলা পাবলিক লাইব্রেরিটি। আবারও যাতে সবাই এক জায়গায় বসে সাহিত্য আড্ডা, সমালোচনা ও বইয়ের ভাঁজে হারিয়ে যেতে পারেন। এমন গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটি চালু হবে কিনা এবং যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে উদ্যোগ গ্রহণ করবে কিনা তা দেখার বিষয় বলছেন সংশ্লিষ্টরা। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার