নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে এসেছে নতুন অতিথি। গত ২৬ আগস্ট এ শাবকের জন্ম দিয়েছে তিন বছর বয়সী সাদা বাঘ শুভ্রা।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালে আফ্রিকা থেকে রাজ ও পরী নামের দুটি বাঘ আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সে বছর ১৯ জুলাই পরীর গর্ভে জন্ম নিয়েছিল বিরল প্রজাতির শুভ্রা। একটি বাঘ মূলত আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চার জন্ম দিতে পারে। সে হিসাবে তিন বছরের মাথায় এবার নতুন বাচ্চা এল শুভ্রার ঘরে।
ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, সমস্যা হলো বাচ্চার জন্ম দিলেও লালন পালনে খুব একটা আগ্রহী নয় মা। এ ছাড়া বাঘের বাচ্চার মৃত্যুহারও অনেক বেশি। তাই আমরা আলাদা করে যত্ন নিচ্ছি এ শাবকের।
প্রথম দুই মাস আমরা দুধ খাওয়াব। এরপর ধীরে ধীরে মাংস খেতে পারে বাঘের ছানা।
তিনি আরও বলেন, এখনো তার শারীরিক জটিলতা পাইনি, সম্পূর্ণ সুস্থ আছে। এভাবে আলাদা করে আমরা ছয় মাস লালন পালন করব। তারপর খাঁচায় দেব। আগের বাঘ শাবক জো বাইডেনকে লালন পালনের অভিজ্ঞতা আছে আমাদের। সেটি বেশ কাজে লাগছে। আশা করি এটির লালন পালনে খুব একটা সমস্যা হবে না। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো ১০ টি।