হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর থানাহাজত থেকে পালানো রোহিঙ্গা যুবক ফের গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থানাহাজতের গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামি মো. শাহেদ উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভাসানচরের জঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ভোরের কোনো একসময় থানাহাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান শাহেদ। তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ নম্বর কক্ষে বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত আবদুল্লাহ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১ জুলাই বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাঁকে নৌপথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোনো একসময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। 

ওসি আরও জানান, পলাতক শাহেদকে গ্রেপ্তারের জন্য শনিবার দিনব্যাপী ভাসানচর ও তার আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচরের পার্শ্ববর্তী গভীর জঙ্গলের রাখালদের একটি খালি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ