নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াছ (৫০) ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে রাজধানীর কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। আজ (সোমবার) তাঁকে চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. ইলিয়াছ চট্টগ্রাম মহানগরীর উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কোতোয়ালি থানায় দায়ের হওয়া দুটি মামলাতে গ্রেপ্তার ইলিয়াছ এজাহারনামীয় আসামি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ২৭ আগস্ট হালিশহর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।