কক্সবাজারের রামুতে ছেলের সঙ্গে হাতাহাতির ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া বলীর পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৬৫)।
ইমিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজা মিয়া বলেন, শহীদুল্লাহ রাতে মাতাল হয়ে ঘরে ফিরলে তাঁর বাবা মোহাম্মদ আলম বকাবকি করেন। একপর্যায়ে ছেলেও তর্কে জড়ালে বাবা তাঁকে শাসান। এ সময় বাবা-ছেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাঁদের দুজনকে থামাতে গেলে সেখানেই জ্ঞান হারান মোহাম্মদ আলম।
এলাকাবাসীর সহযোগিতায় মোহাম্মদ আলমকে প্রথমে স্থানীয় মা ও শিশু হাসপাতালে, পরে লিংকরোড মেরিন সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইনকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।