কাতারে সড়ক দুর্ঘটনায় রাউজানের তরুণ মো. শহিদুল্লাহ (২৩) নিহত হয়েছেন। গত বুধবার রাতে কাতারের চেহেলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মো. হোসেনের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ভাগ্য বদলের আশায় বাবার সঙ্গে কাতারে পাড়ি দেন শহিদুল্লাহ। তিনি কাতারে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে মোটরসাইকেলে একটি প্রতিষ্ঠানে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। পথে চেহেলিয়ার একটি সড়কে বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শহিদুল্লাহর ছয় মাসের মধ্যে বাড়ি আসার কথা ছিল। এজন্য ঘরের কাজও চলছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমরা এখন তাঁর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় আছি।’