হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দল রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গতকাল রোববার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে তাঁদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।

উভয় পক্ষের গুলিবিনিময়কালে রফিক পায়ে গুলিবিদ্ধ হলে দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে কোস্ট গার্ডের অভিযানকারী দল ঘটনাস্থল থেকে আহত রফিককে অস্ত্র, গোলাবারুদসহ আটক করে।

চৌদ্দগ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

এমপিদের আনা ৫টি গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু