হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জে ফলের আড়তের লকার ভেঙে প্রায় ২ কোটি টাকা চুরি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের একটি ফলের আড়ত থেকে প্রায় দুই কোটি টাকা চুরি হয়েছে। এ সময় সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে তারা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আড়ত খুললে চুরির বিষয়টি জানাজানি হয়।

সুবর্ণ ফ্রুট এজেন্সি নামের প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ সোহাগ বলেন, ঈদের ছুটিতে তাঁদের ১৫-১৬ গাড়ি ফল বিক্রি হয়েছে। গত কয়েক দিনে নিজেদের প্রতিষ্ঠানের বিক্রি এবং গতকাল রোববার সারা দিন বাইরের মোকামগুলো থেকে টাকা কালেকশন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারীরা চলে যায়। প্রতিষ্ঠানের অফিস কক্ষের লকারে ১ কোটি ৮০ লাখ টাকা রেখে রাত আড়ইটার দিকে তিনিও বাসায় যান। আজ সকালে কর্মচারীরা এলে আড়তের একটি শাটার ভাঙা দেখতে পায়। ভেতরে গিয়ে দেখা যায় অফিস রুমের তালা ও লকারের চারটি লক ভাঙা।

আবুল কালাম আজাদ সোহাগ অভিযোগ করে বলেন, টিন কেটে চোরের দল ভেতরে ঢুকে লকারের চারটি লক ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা নিয়ে যায়। বিষয়টি থানায় জানানোর পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ চক্রটিকে শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ