ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, আজ বুধবার রাতে মটুয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনকে ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে।
গত ১৬ এপ্রিল রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর করে। এই ঘটনায় ১৭ এপ্রিল অজ্ঞাতনামা ৪-৫শ জনের নামে মামলা করে পল্লী বিদ্যুৎ সমিতি।