Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

সোহেল মারমা ও জমির উদ্দিন, বান্দরবান থেকে

থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ইতিমধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের রুমায় পৌঁছানোর কথা তাঁর। 

এর আগে গতকাল শুক্রবার মন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বান্দরবান সফরের এ তথ্য জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, ‘শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি জেলার রুমা উপজেলায় পৌঁছাবেন। পরে মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।’ 

এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ দুপুরেই বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে। 

এদিকে বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও থানচিতে থানা লক্ষ্য করে গুলির পর পুরো বান্দরবানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর বান্দরবানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার মানুষ বেশি আতঙ্কে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দোকানপাটে জনসমাগম কমে গেছে। থানচির দিকে বাস চলাচল স্বাভাবিক থাকলেও রোয়াংছড়ির দেবতাখুমের দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাউকে ওইদিকে যেতে দিচ্ছে না প্রশাসন। 

থানচির দিকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। থানচি বাস স্টেশনের কাছের এলাকা।সিএনজির অটোরিকশাচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকেই রোয়াংছড়ির দেবতাখুমের দিকে গাড়ি চলাচল করতে দিচ্ছে না। রোয়াংছড়ি পর্যন্ত শুধু যেতে দিচ্ছে। 

থানচির দিকে চলাচল করা বাসের লাইনম্যান মো. শহীদ আজকের পত্রিকাকে বলেন, থানচির দিকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী আগের চেয়ে কমে গেছে। 

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহ আলম বলেন, সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী