Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু হাফিজুল মোস্তফা (৭) কুতুপালং ক্যাম্প ১ /ইস্ট, ব্লক ডি/ ৪ এর আলী আহমেদের ছেলে। এ নিয়ে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

শিশুটি তাদের প্রতিবেশী নূর আলমের বাড়িতে বেড়াতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে যায়। সেই বিস্ফোরণের ফলে আরেক শিশু আনোয়ার কামাল (১২) ও তার বাবা নূর আলম (৫৯) মঙ্গলবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

গত ১২ মে সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ /ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে বাবা-ছেলে ও হাফিজুলের মৃত্যু হয়। 

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত