ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশ ভারতের সামাজিক, সাংস্কৃতিক ব্যবস-বাণিজ্য, যোগাযোগব্যবস্থাসহ সব বিষয়ে আমরা একত্রে কাজ করছি। আমরা বিশ্বাস করি, ভারত-বাংলাদেশের সম্পর্ক চিরদিন বজায় থাকবে।’
আজ সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের গ্রামীণ শিক্ষার উন্নয়নে ভারত সরকারের অনুদানে চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজের চারতলা আধুনিক ভবনটি নির্মাণ করা হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন।
হাইকমিশনার বলেন, ‘শুধু স্বাধীনতার সংগ্রাম নয়, ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। ভারত-বাংলাদেশের সম্পর্ক আজীবনের।’
কলেজ পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক। আরও বক্তব্য দেন জাতীয় সংসদের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার, দৈনিক কালবেলার সম্পাদক সন্তুোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান, পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু।