Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ফারুক ব্যাপারী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারের অভিযোগে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দ করা হয় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা।

অভিযুক্ত যুবকের নাম ফারুক ব্যাপারী (৩০)। তিনি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার গভীর রাতে ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল বিশকাটালী গ্রামে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১২৫টি ইয়াবা জব্দ করা হয়। পরে ফারুককে ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে আগে থেকেই সদর থানায় চারটি মাদকের মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মাদক কারবারি ফারুক ব্যাপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ফরিদগঞ্জ থানা-পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

২০ বছরেও চাকরি স্থায়ী হয়নি ১১৬ জনের

পাহাড়ে জলকেলিতে মাতল মারমারা

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

হামলা মামলায় চট্টগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

শিশু আদিবা হত্যা: রিকশাচালক গ্রেপ্তারের পর সাবেক ইউপি সদস্য উধাও

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত