প্রতিনিধি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের উঠানে রাখা বালতির পানিতে ডুবে শরিফ উদ্দিন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলার ধামাউড়া গ্রামের শফিকুলের প্রথম সন্তান শরিফ উদ্দিন।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শরিফকে উঠানে খেলতে দিয়ে ঘরের কাজ করছিলেন তার মা। এই ফাঁকে সে পানি ভরা বালতিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে বৃহস্পতিবার রাতে তাকে দাফন করা হয়।