হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণের ২ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’

ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন