হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণ না দেওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় রহিম নামে ১১ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা মাজার গেটে নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আজম খানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে। 

নিহত শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খান শিশুকে অপহরণ করে। ওই দিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।’ 

গ্রেপ্তার দুজনের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু রহিমকে টাকার জন্য আজম খান অপহরণ করে। রহিমের শারীরিক গঠন ভালো ছিল। আজমকে শিশুটি চিনতে পেরেছিল। আজম খানের সঙ্গে শিশুটির ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে রহিমকে নির্মাণাধীন ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন