হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে অপরিকল্পিত স্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সেন্টমার্টিনের সার্বিক অবস্থা দেখে এই উৎকণ্ঠা প্রকাশ করেন কমিটির সদস্যরা।

বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। 

এ সময় র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে যে অব্যবস্থাপনা চলছে তা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর এখানকার অবস্থা কী হবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না আমার সন্দেহ। কারণ সেন্টমার্টিনের সর্বত্রই যেন হ-য-ব-র-ল অবস্থা। দ্বীপটিকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে সংসদীয় কমিটি।’ 

আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিনের তথ্যসেবা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

পরে সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এই সভার মুলতবি ঘোষণা করেন। আগামীকাল রোববার দুপুরে কক্সবাজারে মুলতবি হওয়া এই সভা অনুষ্ঠিত হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ