বিদেশি পিস্তল-গুলিসহ কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামে কক্সবাজারের এক যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার উপজেলার চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে।
র্যাব জানায়, অস্ত্রধারী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে শাহ নেওয়াজকে আটক করতে সক্ষম হয় র্যাব।
এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, র্যাব-১১ কুমিল্লা শনিবার বিকেলে অস্ত্রসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে হস্তান্তর করে এবং তাঁর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হবে।