হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ সবুজ ও সাবেক সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান মামলাটি করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর মোছা. ছামিরা আক্তার, মোসা. রিমা আক্তার, মোছা. মাহমুদা বেগম, শ্লেপা রানী দাস জন্মনিবন্ধনের জন্য আবেদন করে ফরম জমা দেন চরকাঁকড়া ইউপিতে। চেয়ারম্যান হানিফ সবুজ ও তৎকালীন ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে ওই চারটি জন্মনিবন্ধন সনদ করে দেন। 

পরদিন ১৬ নভেম্বর ওই চারটি জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদে এনআইডি করতে যান আবু বক্কর ছিদ্দিক সোহেল নামের এক ব্যক্তি। এ সময় ওই চারটি জন্মনিবন্ধন সনদ জাল হিসেবে ধরা পড়ে। 

এ ঘটনায় কবিরহাট থানায় একটি এজাহার দেওয়া হয়। পরে দুদক তদন্ত করে ঘটনায় জড়িত থাকায় মোহাম্মদ হানিফ সবুজ ও মোয়াজ্জেম হোসেনকে আসামি করে মামলা করে। 

জন্মনিবন্ধন সনদ জালিয়াতির বিষয়ে ২০২২ সালের নভেম্বরে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর মোয়াজ্জেম হোসেনকে হাতিয়ায় বদলি করা হয়। তিনি বর্তমানে হাতিয়া উপজেলার চানন্দিয়া ইউপিতে সচিব হিসেবে কর্মরত।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন