রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদমে একজন, একই উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ানপাড়ায় একজন এবং রাঙামাটি শহরের সিলেটিপাড়ায় একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাহারজান (৫৫) এবং একই উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ানপাড়া এলাকার তনিবালা ত্রিপুরা (৩৭) বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
এ ছাড়া রাঙামাটি শহরের তবলছড়ির সিলেটিপাড়ার মো. নজির (৫০) ঘরের পাশে কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ছাড়া বটতলী এলাকায় একটি গরু মারা গেছে।’
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. আলী বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।