হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ২০ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইয়ের কাজে যায়। সেখানে কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙামাটি ফিরছিলেন।

ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে ওঠার সময় ঢালাইয়ের মেশিনসহ মিনিট্রাক প্রায় ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য, কাউখালী থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন