কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী ঝরণামূখ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আব্দুল মাবুদ (৪৫)। তিনি বেলতলী গ্রামের মৃত মো. খলিলের ছেলে ।
কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সকাল নয়টার দিকে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এ সময় নিহত আব্দুল মাবুদ রাস্তা পার হচ্ছিল। হাতিটি শুঁড় দিয়ে তাঁকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, লাশটি দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।