হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিমি এলাকায় যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

পণ্যবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা গোমতী টোল প্লাজা থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত যানজটে ঢাকাগামী যাত্রাবাহী বাস ও চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে সড়ক দুর্ঘটনায়, অন্যদিকে পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। দুপুরের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’ 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ডের কাছে চট্টগ্রাম বন্দরে রপ্তানিযোগ্য পণ্যবাহী একটি ট্রাকের চাকা ফেটে গিয়ে মহাসড়কে উল্টে যায়। 

ফলে মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে চান্দিনা উপজেলার কেরনখাল পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুই ঘণ্টা চেষ্টায় সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। 

চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী ট্রাকের চালক জাকির হোসেন বলেন, ‘এক সপ্তাহ ধরে অচল থাকায় বন্দরের মালামাল নেওয়া গাড়ি বেশি। দুপুরে বন্দরে পৌঁছার কথা থাকলেও যানজটে এখনো গৌরীপুর বাসস্ট্যান্ডে আছি। কখন পৌঁছতে পারব জানি না।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর আলম বলেন, ‘একটি পণ্যবাহী ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে মহাসড়কের মাঝপথে উল্টে যায়। ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ