হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

তিতাসে পরিত্যক্ত মাছের প্রজেক্ট থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি উপজেলার জিয়ারকান্দি গ্রামের (পুর্বপাড়া) আব্দুল্লাহ খানের ছেলে তানভীর খানের (১৯)। গত বুধবার বিকেলে জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়ার ওই মাছের প্রকল্প থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাবা মো. আব্দুল্লাহ খান ও মা সালমা আক্তারসহ স্বজনেরা থানায় এসে মৃত ব্যক্তির পরিহিত জিনসের প্যান্ট, বেল্ট ও জিনসের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ঘড়ি দেখে শনাক্ত করেন মরদেহটি তাঁদের ছেলে মো. তানভীর খানের। 

তানভীরের মা সালমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে মাদক মামলায় ৫ মাস ২০ দিন পর জেল খাটার পর গত মঙ্গলবার বের হয়। সে বৃহস্পতিবার পর্যন্ত তার চাচার বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার তানভীরের সঙ্গে দেখা করতে গেলে সে জানায় ইমন নামের এক ছেলে গৌরীপুর বাজারে কাটপর্টিতে নিয়ে তাকে মারধর করে।’ 

তিনি আরও বলেন, ‘শুধু মারধর নয় তার কাছে টাকা (চাঁদা) চায় বলে আমার কাছে অভিযোগ দেয়। পরে শনিবার ছেলে সঙ্গে আবার দেখা করতে গেলে জানতে পারি নয়াগাঁও গ্রামের পান্ডু ওরফে রবিনের সঙ্গে তিন দিন ধরে থাকে। এরপরই বুধবার শুনতে পাই জিয়ারকান্দি একটা লাশ পাওয়া গেছে। দেহের গড়ন পুরোই আমার ছেলের মতো। পা, এবং কোমরসহ পায়ের গোড়ালি দেখে বুঝেছি এটা আমার ছেলেই। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সঠিক বিচার চাই। এ ব্যাপারে মামলা করব।’ 
 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বুধবার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত তানভীরের পরিবার আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গারা আরাকানের জমি পাবে: আরসাপ্রধান আতাউল্লাহ

মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধ

ফেনী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নারী আটক

জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

শ্রমিকেরা কারখানায় এসে দেখেন বন্ধের নোটিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের সম্পত্তি দেদার দখল

‘চট্টগ্রামের ৭ থানা আমাদের হাতে’, অডিও ভাইরাল

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

রাঙ্গুনিয়ায় বনে আগুন, পুড়ল ৮ একরের গাছপালা