হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘অবহেলার কারণেই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

মালিক পক্ষের অবহেলা আর টাকা বাঁচাতে অদক্ষ জনবল নিয়োগের কারণেই সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম শাখার সম্পাদক কে এম শহিদুল্লাহ। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের বিধ্বস্ত অক্সিজেন কারখানাটি পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।

কে এম শহিদুল্লাহ বলেন, ‘বিধ্বস্ত কারখানাটি পরিদর্শনে যে চিত্র দেখা গেছে, তাতে মালিক পক্ষের পাশাপাশি কারখানার সঙ্গে জড়িত সরকারি দপ্তরের কর্মকর্তারা এর দায়ভার এড়াতে পারেন না। সরকারি দপ্তরগুলোর সঠিক নজরদারি না থাকায় ভয়াবহ এ বিস্ফোরণে সূত্রপাত্র হয়েছে।’

তিনি বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের সুস্থ হওয়া না পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বহন ও হতাহত প্রতিজনের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

এ ছাড়া আজ দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া। পরে বিকেলে ঘটনাস্থলে আসেন এ ঘটনায় গঠিত  তদন্ত কমিটির প্রতিনিধিদল।

এর আগে শনিবার বেলা সাড়ে ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানিসহ ৩০ জন আহত হয়। বিস্ফোরণের পরে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ২৪ ঘন্টা পর গতকাল বেলা সাড়ে ৪টায় উদ্ধার অভিযান শেষ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ