নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। ট্রাকটি লোহাগাড়া থানা-পুলিশ আটক করেছে।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মুমিন ফরহাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গাড়িতে সমন্বয়ক হাসনাত ও সারজিস ছিলেন না। তবে ওই গাড়িবহরের অংশ এটি। কালো রঙের ওই প্রাইভেট কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজসহ চারজন ছিলেন। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
বহরে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে দাবি করেন, ‘এটি আমাদের হত্যার চেষ্টা। ট্রাকটি পরিকল্পিতভাবে আমাদের গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করেছে।’ তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
লাইভে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাঝুঁকি রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, ঘটনার সময় প্রাইভেট কারে থাকা কেউ গুরুতর আহত হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।