কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ৭ নম্বর ক্যাম্প, ব্লক-জি এর মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর ক্যাম্প, ব্লক-এম/ ১০ এর সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭), ৬ নম্বর ক্যাম্প, সি/ ৬ এর মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ইকবাল বলেন, উখিয়া বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি অস্ত্র-গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ফয়েজের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।