নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকার একটি পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রূপসী পাহাড়ের ওপরের একটি বৈদ্যুতিক টাওয়ারে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে তারা।
পুলিশ ধারণা করছে মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে ঝুলছিল। তারা জানায়, প্রাথমিকভাবে যুবকের নাম খোকন বলে জানা গেছে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। স্থানীয়রা জালালাবাদ রূপসী পাহাড়ের ওপরে বিদ্যুতের খুঁটিতে মরদেহটি দেখতে পায়। পরে তারা থানায় গিয়ে খবর দেয়।
নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি পাহাড়ের অনেক ওপরে। তাই সেটি নামাতে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদের। সেটি দীর্ঘদিন ধরে সেখানে ছিল বলে আমাদের ধারণা। এ কারণে রোদ ঝড় বৃষ্টিতে মরদেহটির মুখ ও শরীর গলে ফুলে গেছে।
বিষয়টি হত্যা না আত্মহত্যা তা জানতে চাইলে তিনি বলেন, তাঁর দেহ ফুলে যাওয়ায় এটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এরপরই নিশ্চিত করে বলা যাবে।