হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। 

এর আগে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। 

নিহত বৃদ্ধের নাম আবুল হোসেন (৬০)। তিনি উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়া। জানা গেছে, তিনি পেশায় আইনজীবী। 

নিহত আবুল হোসেনের বড় মেয়ে পাখী আক্তার জানান, ২০১২ সালে জমির আইল কেটে নেওয়াকে কেন্দ্র করে সামাদ মিয়ার সঙ্গে তাঁর বাবা-চাচাদের সংঘর্ষ হয়েছিল। সে সময় সামাদ মিয়া ও তাঁর ছেলেরা তাঁর বাবার বাঁ হাত ও বাঁ পা ভেঙে দিয়েছিলেন। পরে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের ক্ষোভে সামাদ ও তাঁর ছেলেরা তাঁদের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রতিবেশী পরিবারটি একে অপরের সঙ্গে বনিবনা ছিল না। 

নিহতের স্ত্রী হারুণা বেগম জানান, ঈদের আগের দিন রোববার কোরবানির পশু নিয়ে সামাদ মিয়া ও তাঁর ছেলেরা আবুল হোসেনের ছোট ভাই আবু সাঈদকে উপহাস করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আবু সাঈদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন রুবেল মিয়া। এরপর আবুল হোসেন হুমকির বিষয়টি রুবেলকে জিজ্ঞেস করতেই রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। বাড়ির কাছেই এ ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই, স্ত্রী, দুই ছেলে ও মেয়েরা এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। 

পরে অন্য প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল হোসেন মারা যান। এর আগে তাঁর মেয়ে মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে খবর পেয়ে ধরখার ফাঁড়ি ও আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ধরখার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, ঘটনার পরপর সামাদ মিয়া ও তাঁর ছেলেরা কোরবানির পশুসহ বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ওসি নূরে আলম বলেন, আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত যুবক রুবেলসহ অন্যদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন