Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

৯৫৯ কোটি টাকা বাড়তি খরচে পানি যাচ্ছে কেইপিজেডে

সবুর শুভ, চট্টগ্রাম    

৯৫৯ কোটি টাকা বাড়তি খরচে পানি যাচ্ছে কেইপিজেডে
পানি সরবরাহের জন্য প্রস্তুত বোয়াখালী এলাকার চট্টগ্রাম ওয়াসার ভান্ডার জুড়ি প্রকল্প। ছবি: হেলাল সিকদার

আট বছর আগে শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি লিটার। সেই লক্ষ্যমাত্রার কোনো হেরফের হয়নি। তবে প্রকল্প ব্যয়ে বড় ধরনের হেরফের হয়েছে। শুরুর ১ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প ঠেকেছে ১ হাজার ৯৯৫ কোটিতে। বেশি ব্যয় হলো ৯৫৯ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্প থেকে আগামী সপ্তাহে আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) প্রথম পানি সরবরাহ করা হবে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ (কাফকো) শিল্পপ্রতিষ্ঠানে এ প্রকল্পের পানি যাবে।

একই প্রকল্প থেকে আবাসিক গ্রাহক পর্যায়েও পানি সরবরাহ করার কথা জানান প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম। পানি সরবরাহের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ৭২ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনেক আগে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা ও করোনা মহামারিতে সার্বিক কাজে ছন্দপতন হয়েছে বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের।

প্রকল্প পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘৬ কোটি লিটার পানি উৎপাদনে আট বছর আগে শুরু হওয়া প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমরা কেইপিজেডে পানি সরবরাহের মধ্য দিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছি।’

প্রকল্পটির মাধ্যমে শিল্পাঞ্চলে ৮০ ভাগ এবং আবাসিকের গ্রাহকদের জন্য ২০ ভাগ পানি সরবরাহ করা হবে।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের মাধ্যমে কেইপিজেডসহ ছোট-বড় ১৩টি শিল্পপ্রতিষ্ঠানে বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে দৈনিক ৪ কোটি লিটার পানি সরবরাহের টার্গেট আছে। এ ছাড়া আবাসিক গ্রাহকদের মাঝে দেওয়া হবে ২ কোটি লিটার পানি।

একই বিষয়ে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘সামনের কয়েক দিনের মধ্যে কেইপিজেডে পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ওয়াসার পানি পেলে এখানকার শিল্পকারখানায় উৎপাদন বেড়ে যাবে।’

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ব্যানার-প্ল্যাকার্ডে হান্নান মাসউদের ছবি নিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল, অগ্রভাগে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত