খাগড়াছড়ির গুইমারায় ঘন কুয়াশায় ঢাকা সড়কে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. শহিদুল আলম (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাতিমুড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের যাত্রী মো. ইমতিয়াজ উদ্দিন দুর্জয় (২৫) গুরুতর আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের মো. বাবর আলীর ছেলে। এ ঘটনায় আহত ইমতিয়াজ উদ্দিন দুর্জয় মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাস্থল গুইমারা থানা এলাকায় হওয়ায় বিষয়টি ওই থানায় জানানো হয়েছে।