দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। এতে মাইনী নদীর পানি বেড়ে দুই কূল ছাপিয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙ্গাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে রাস্তার বিভিন্ন অংশ। কবাখালী ও মেরুং ইউনিয়নরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বোয়ালখালী ও দীঘিনালা ইউনিয়নেও কিছু পরিবার পানিবন্দী হয়ে আছে।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউপিতে ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।’
উল্লেখ, সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই জায়গাগুলোর যান চলাচল বন্ধ রয়েছে।