হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে ১ জনের প্রাণহানি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাস দুর্ঘটনায় আহত প্রায় ২৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. মাসুদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত সালমা আক্তার নামে আরেক জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন বিনয় জ্যোতি চাকমা, রমেনা বেগম, আরিফুর রহমান, আবুল খায়ের, মো. রুবেল, মো. ইয়াকুব আলী, মো. নজরুল ইসলাম। অন্যদের নাম– পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা ডেপুটি সিভিল সার্জন রতন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকেরা কাজ করছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’ 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত শান্তি পরিবহনের গাড়িটি উদ্ধারের কাজও শুরু হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন