কক্সবাজারের রামু থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এদের একজন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন, র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর র্যাব-১৫ এর তল্লাশি চৌকি বসানো হয়। তখন পালানোর সময় এ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক (৩০) ও একই কম্পের ডি ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , ইসলাম ‘আরসা’র সন্ত্রাসী এবং হাফেজ শফিক অস্ত্র মামলার আসামি। ইসলামের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।