মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। ওই দিন মহাসড়কের ওপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সওজ প্রকৌশলী পিন্টু চাকমা মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। ওই সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, শুধু ঢাকা অভিমুখী যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে বারইয়ারহাট-জোরারগঞ্জ (পুরোনো মহাসড়ক) দিয়ে চলাচল করতে পারবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।